ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শণের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

0
200
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শণের প্রতিবাদে শনিবার বিকেলে টঙ্গী প্রেসক্লাবের সামনে গাজীপুর মহানগর ছাত্র জমিয়তের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ছাত্র জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি নাসির উদ্দিন বলেন, ফ্রান্সের সরকার প্রধান শুধু মুসলমানদের অন্তরে আঘাত করেনি; সারা বিশ্বের সাত শত কোটি মানবতাবাদী মানুষের অন্তরে কুঠারাঘাত করেছে। নবী করিমের (স.) ব্যাঙ্গ চিত্রের কার্টুন প্রকাশ যদি বাক স্বাধীনতা হয়; তাহলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রদাবীদার ফান্সে মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ কেন, মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো বন্ধ কেন? তারা যদি ধর্মনিরপেক্ষই হয় তাহলে সকল ধর্মের মানুষকে সমঅধিকার দিতে হবে।
বক্তারা বলেন, ‘বিশ^ নবীর অপমান, সইবে নারে মুসলমান’ ‘ম্যাকোর চামড়া, তুলে নেব আমরা’, ‘জেগেছে রে জেগেছে, মুসলমান জেগেছে, ‘বয়কট বয়কট, ফ্রান্সের পণ্য বয়কট ইত্যাদি শ্লোগান দেন। এছাড়াও ফ্রান্সের সাথে বাংলাদেশের ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করা, সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা, বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে দেয়াসহ বিভিন্ন দাবি তুলে দরেন।
বক্তারা আরো বলেন, পৃথিবীতে মানুষ যখন করোনা মহামারিতে আক্রান্ত; সারাবিশ্বের মানুষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে- ঠিক সেই মহূর্তে ফ্রান্সে প্রিয় নবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলাম বিদ্বেষপ্রসূত এমন বক্তব্য ঘৃণা ও ধর্মীয় বিদ্বেষ ছড়াতে সহায়তা করবে। সমাবেশ থেকে প্রেসিডেন্ট ম্যাক্রোর আক্রমণাত্মক বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহŸান জানান।
গাজীপুর মহানগর ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা সাব্বির আহমেদের সভাপতিত্বে ও মাওলানা আমির হামজার সঞ্চালনায় বক্তব্য দেন, গাজীপুর মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা আশরাফ আত-তানজিল, মাওলানা রফিউল হক, মাওলানা মাহ্ধসঢ়;দি হাসান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু বকর, মাওলানা আবু সাঈদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর প্যারিসের উপকন্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরচ্ছেদ করে ১৮ বছর বয়সী এক কিশোর। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুদ্ধ ওই কিশোর স্কুল শিক্ষককে হত্যা করেন। পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভ‚ষিত করে এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন শুরু করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here