টঙ্গীতে ২২৫০ টি বিটিসিএল টেলিফোন অচল

0
643
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: রাজধানীর অদূরে শিল্পশহর টঙ্গীতে ২২৫০ টি বিটিসিএল টেলিফোন লাইন অচল হয়ে পড়েছে। টঙ্গীস্থ বিটিসিএল’র নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ডেইলি গাজীপুর অনলাইন ডটকম’কে জানান, টঙ্গী টেলিফোন অফিসের আওতাধীন গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় ভু-গর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিটিসিএল’র ২২৫০ ( দুই হাজার দুইশ ৫০জন ) গ্রাহক গতকাল ৯ নভেম্বর সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত টেলিফোন লাইন গুলো সচল হয়নি। লাইন গুলো কখন সচল হবে বিটিসিএল টঙ্গী অফিসের কর্মকর্তারা কিছু বলতে পারছে না। তারা বলেছেন, কাজ চলছে দ্রুত সময়ের মধ্যেই সচল হয়ে যাবে।সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ভু-গর্ভস্থ টেলিফোন ক্যাবল এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল মেরামত কাজ ও প্রতিস্থাপনের কাজ শুরু করেছেন।
সড়ক ও জনপথ অধিদপ্তর ( বিআরটিএ) রাস্তা সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজে রাস্তা খননের সময় বিটিসিএল -এর ২২৫০ টি
ভু-গর্ভস্থ টেলিফোন ক্যাবল এক্সচেঞ্জের অপটিক্যাল ফাইবার ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফলে গাজীপুর মহানগরীর টঙ্গী বিসিক শিল্পনগরী, টঙ্গী শিল্প এলাকা,টঙ্গী বাজার, চেরাগ আলী মার্কেট, আউচপাড়া, আরিচপুর, পাগার সহ সমস্ত টঙ্গী এখন টেলিফোন বিকল হয়ে পড়েছে। ডেইলি গাজীপুর অনলাইন ডটকম’ এর কর্তৃপক্ষ জানান, তাদের বিটিসিএল ০২-৯৮১১৯৪৪ -এ নাম্বারে জরুরী সংবাদ সংগ্রহে ও বিঘ্ন হচ্ছে । এসব এলাকার গ্রাহকরা টেলিফোন সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here