প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সিএইচসিপি

0
118
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশের প্রান্তিক জনগণের দোর-গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) অবদান অনস্বীকার্য। তাদের নিরলস প্রচেষ্টার কারণেই স্বাস্থ্যসেবায় বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন (কেন্দ্রীয় এডহক কমিটি) কর্তৃক আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন।
কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকরী ৯ বছর পূর্ণ হওয়ায় ‘শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক এবং সিএইচসিপি’দের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বড় একটা অংশ কমিউনিটি ক্লিনিকের মাধ্যেমে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। প্রধানমন্ত্রীর অবদান এই কমিউনিটি ক্লিনিক সেবা বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
মুখ্য আলোচক হিসেবে বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, সিএইচসিপিদের কাজের স্বীকৃতি স্বরূপ যথাযথ মুল্যায়ন করতে কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে। আমলারা কমিউনিটি ক্লিনিক এবং হেলথ কেয়ার প্রোভাইাডারদের সম্পর্কে প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছে। ফলে তিনি করোনাভাইরাস পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীকে নিয়ে সিএইচসিপিদের একটি মহাসমাবেশ করার পরার্মশ দেন।
সিএইচসিপি এসোসিয়েশনের সদস্য সচিব মো. আকরাম চৌধুরীর সঞ্চালনায় ও আহবায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখে স্বাধীনতা সরকারী চাকরিজীবী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস, ‌সিএইচ‌সি‌পি অ‌্যা‌সো‌সি‌য়েশ‌নের হবিগঞ্জ জেলা সভাপতি আব্দুর রশিদ, মুন্সিগঞ্জ জেলা সভাপতি পলাশ হোসেন, রাজশাহী বিভাগ সভাপতি ফেরদৌস আহমদ তুহিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম অন্তর, যুগ্ম সাধারণ সম্পাদক শিফাত আহমদ খান, ঢাকা বিভাগের সভাপতি আব্দুল মালেক ভুঁইয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাজল, চট্রগ্রাম বিভাগের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, নরসিংদী জেলা সভাপতি শাহিন সরকার, টাঙ্গাইল জেলা সভাপতি মাসুদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, গোপালগঞ্জ জেলা সভাপতি প্রনব ঘোষ, গাজীপুর জেলার শামিমা নাসরিন শিখা, মানিকগঞ্জ জেলা সভাপতি শাকিল চৌধুরী, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক কাজী হেলাল উদ্দিন, ঝালোকাটি জেলা সাধারণ সম্পাদক নাজিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিফ চৌধুরী, মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি আরীফ হোসেন, হাফিজা পারভীন সাফা, নেয়ামত আলী সরদার, আজম আলী, সামাউন কবীর মানিক সহ অন্যান্যরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here