
অলিদুর রহমান অলি :টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের সাথে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মতবিনিময় কালে এলাকার মাদক, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, অবৈধ দখল, জুয়াসহ নানান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাব সভাপতি অলিদুর রহমান অলি, সহ-সভাপতি আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক লিটন শেখ, যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, অর্থ সম্পাদক মোহাম্মদ জাফর আলী, সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা তৃণা, নির্বাহী সদস্য মোহাম্মদ তৈয়বুর রহমান উজ্জল, নির্বাহী সদস্য আমির হোসেন, দপ্তর সম্পাদক আশিকুর রহমান মহসিন, জাহিদ হোসেন জনি প্রমুখ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার বক্তব্যে বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য কমিশনার খন্দকার লুৎফুল কবির স্যার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ইলতুৎ মিশ স্যারের নির্দেশে আমার থানা এলাকায় সেখানেই মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই-রাহাজানি হোক না কেন এসব বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি পালন করবো। অন্যায়কারিরা কোনপ্রকার প্রশ্রয় পাবে না।
তিনি আরো বলেন, আমার প্রথম কাজ হচ্ছে এই এলাকায় মাদক, দূর্নীতি, ছিনতাই, চাঁদাবাজ নির্মুলে পুলিশের সেবা নিশ্চিত করতে চাই। পুলিশ জনগণের শেষ ভরসাস্থল লক্ষ্যে জনবান্ধন পুলিশ হিসেবে জনগণের দূর গোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
তিনি সরকারপুর গ্রামের মিঠামইন থানার কিশোরগঞ্জ জেলার একটি সম্ভান্ত্র মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন। বৈবাহিক জীবনে তাহার ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি সুনামের সাথে হবিগঞ্জ জেলার ডিবির ওসি, উত্তরা পশ্চিম থানার ওসি অপারেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ ওসি তদন্ত হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।






