
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): ২২ ডিসেম্বর ২০২০ রোজ, মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের যৌথ উদ্যোগে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা এর সামনে শাপলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধের কিংবদন্তি ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য মাহবুব উদ্দিন আহমেদ (বীরবিক্রম), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ডা. শেখ আব্দুল্লাহ্ আল মামুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ড. লিয়াকত হোসেন মোড়ল,বঙ্গবন্ধু পরিষদ পরিচালনা পর্ষদ সদস্য ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, বঙ্গবন্ধু পরিষদ পরিচালনা পর্যদ সদস্য খন্দকার নজরুল ইসলাম,জালাল উদ্দিন আহম্মেদ তুহিন,এস.এম লুৎফর রহমান, প্রকৌশলী মাইনুর রহমান,আবুল হোসেন, ড. জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার,ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ নেতা মো: নাছির উদ্দিন, সহ দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীগণ, বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমুহের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।তিনি তার সূচনা বক্তব্যে বলেন বঙ্গবন্ধু বাঙালি জাতির স্রষ্ট্।তাঁর জন্ম হয়েছিলো বলেই আজ আমরা স্বাধীন।বঙ্গবন্ধু আজীবন দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।বঙ্গবন্ধু আজীবন আমাদের হৃদয়ে চিরভাস্কর হয়ে থাকবেন।তিনি মৌলবাদীদের সাবধান করে দিয়ে বলেন-বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুড় করে ও নির্মানে বাধা দেয় তাদের সবাইকেই আইনের আওতায় এনে কঠিনতম শাস্তির দেওয়া হবে। বাংলাদেশে জঙ্গি,মৌলবাদী,সন্ত্রাসী,অপতৎপরতাকারীদের কোন স্থান নাই।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম পিপি বলেন-বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির পিতা ও আমাদের মহান নেতা।তার ২৪ বছরের আন্দোলনের ফসল আজকের এই বাংলাদেশ।তিনি সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, কিন্তু স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তার সেই স্বপ্ন পূরণ হয়নি। আশার বিষয়-তারই সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। ড. অরুণ কুমার গোস্বামী বলেন-বঙ্গবন্ধু নিপীড়িত মানুষের মহান নেতা ছিলেন।তিনি সব সময় বাঙ্গালীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুড়ের তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং এই ধরনের কাজে যারা লিপ্ত সেই উগ্র ধর্মান্ধ-মৌলবাদী শক্তির আস্ফালন চিরতরে নির্মূলের জন্য স্বাধীনতার সপক্ষের সকল শক্তির একতাবদ্ধ হওয়ার আহাব্বান জানান।
ডঃশেখ আব্দুল্লাহ আল মামুন বলেন-বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে।তিনি সব সময় একটি বৈষম্যহীন,আদর্শ ও ন্যায়ভিক্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করেছেন। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের নিমিত্তে ১৯৭২সালে পবিত্র সংবিধান প্রনয়নের সময় তিনি ধর্ম নিরপেক্ষতা সংবিধানে সংযোজন করে প্রমাণ করেছিলেন বাংলাদেশ হবে সকল ধর্মের মানুষের জন্য বাসযোগ্য একটি স্থান,কিন্তু তার অকাল প্রায়াণে সেই সময় স্বাধীনতাবিরোধী শক্তি ষড়যন্ত্র ও হত্যাকান্ডের মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে এদেশে আবার মৌলবাদের রাজনীতি প্রতিষ্ঠা করেন।বিএনপি’র প্রত্যক্ষ সহযোগীতায় ও ক্ষমতার অংশিদারিত্ব পেয়ে এই উগ্র মৌলবাদী শক্তি মাঝে মাঝেই হুংকার দিয়ে উঠে। এরা দেশ ও জাতির জন্য চরম ক্ষতিকর। এদের সর্মূলে বিনাশ করতে হবে।বঙ্গবন্ধু পরিষদ পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান লাল্টুর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধের কিংবদন্তী ও বঙ্গবন্ধু পরিষদের পরিচালনা কমিটির সদস্য মাহবুব উদ্দিন আহম্মেদ বীরবিক্রম বলেন,বঙ্গবন্ধুই একমাত্র নেতা,যিনি এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন।তার পূর্বে অনেক নাম করা ও বাঘা বাঘা নেতারা এদেশে জন্মেছিলেন কিন্তু কেউ বাঙ্গালীর সেই আকাঙ্খিত স্বাধীনতা এনে দিতে পারেননি। একমাত্র সফলতার কৃতিত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ।তার ডাকে সাড়ে সাত কোটি বাঙ্গালী মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন করে। রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে জঙ্গী,মৌলবাদের স্থান হবেনা।তিনি দুঃখ প্রকাশ করে বলেন-যারা জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গে ও প্রতিষ্ঠায় বাধা দেয় তাদের সমূলে ধ্বংস করতে হবে। জাতির পিতার ভাস্কর্য বাঙ্গালীর ইতিহাসের ঐতিহ্য। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশেও সেই দেশের প্রতিষ্ঠাকালীন মহান নেতাদের ভাস্কর্য নির্মিত হয়েছে। কিন্তু আমাদের দেশে জাতির পিতার ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টি করে একটি অশুভমহল ঘোলা পানিতে মাছ শিকার এর নামে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, সময় এসেছে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন,মোঃ নেছার আহাম্মদ ভূঞা,সভাপতি বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখা, মোঃ মোবারক হোসেন,সভাপতি, অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, মোঃ সুজাত আলী জাকারিয়,সভাপতি রুপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ,ড. শংকর তালুকদার,সভাপতি,বেসিক ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, জনতা ব্যাংক নেতা রতন কুমার কুন্ডু,তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন,তারেক ইমতিয়াজ খাঁন,সভাপতি,বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন বঙ্গবন্ধু পরিষদ,ডাঃশাখাওয়াত ইসলাম খোকন,সভাপতি বাংলাদেশ হোমিওপ্যাথিক বঙ্গবন্ধু পরিষদ, বিডিবিএল ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক, মোঃ নূর উদ্দিন চৌধুরী, আইসিবি বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, কৃষি ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ এর সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন, এইচ.এম মেহেদী হাসান,সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, মুহাঃ রোকনউদ্দিন পাঠান,সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ,মুহাম্মদ কাজী জহিরুল কাইউম,মহাসচিব,বাকশাল,মোঃ মুসফিকুর রহমান মিন্টু,সভাপতি,বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্র সহ দেশ বরেণ্য বুদ্ধিজীবীগণ,বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। উক্ত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ,বাংলাদেশ ইমপ্লয়ীজ ইউনিয়ন,বাংলাদেশ ব্যাংক শাখা,কৃষি,সোনালী,রুপালী,অগ্রণী,জনতা,বিডিবিএল ব্যাংক,আইসিবি,হাউজবিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সহ বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ স্ব-স্ব ব্যানারে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করে সভাকে সাফল্য মন্ডিত করেন।
