
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগর গাছা হতে ৯৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রাইভেটকার সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প।
গত ০৬ জানুয়ারি ২০২১ তারিখ অনুমান ২১.৩০ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন হাজীরপুকুর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ছয়দানা হাজীর পুকুরপাড় ষ্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিঃ এর সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ধৃত আসামী ১। মোঃ এরশাদ মোল্লা(৩৭), পিতা-মৃত জমশেদ মোল্লা, মাতা-মৃত কয়েদ বানু, সাং-বাসুরচর, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ, এ/পি-সাং-সাইনবোর্ড (আক্তার হোসেন এর বাড়ির ভাড়াটিয়া), থানা-গাছা, জিএমপি, গাজীপুর, ২। মোহাম্মদ ফারুক(৩১), পিতা-আব্দুর রাজ্জাক, মাতা-নুরজাহান বেগম, সাং-এলিন ম্যানসন পেট্টোল বাংলা, পূর্ব উকিলপাড়া, ১নং ওয়ার্ড, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, ৩। মোঃ শরিফুল ইসলাম@সুমন(৪০), পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-মোসাঃ তানু বেগম, সাং-ডামুড্ডা, থানা-ডামুড্ডা, জেলা-শরীয়তপুর, এ/পি-বøক ডি, রোড নং-১২, বাসা নং-১৯, মিরপুর-১২, থানা-পল্লবী, ডিএমপি, ঢাকা, ৪। সাহিদুল ইসলাম সোহেব(৩০), পিতা-মৃত আমিনুল ইসলাম, মাতা-সখিনা বেগম, সাং-চেওরিয়া সোহাগ মিয়ার বাড়ি, থানা-ফেনী সদর, জেলা-ফেনী’দেরকে হাতে নাতে গ্রেফতার করেন। তাহাদের দখল হইতে সর্বমোট ৯৬০০(নয় হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট, ০১(এক)টি প্রাইভেটকার, নগদ ৩,১২০/-(তিন হাজার একশত বিশ) টাকা এবং ০৮(আট)টি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজেসে চোরাইপথে ইয়াবা ট্যাবেল্ট আমদানি করিয়া জিএমপি, গাজীপুর গাছা থানা এলাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা নিজেদের হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(খ)/৩৮/৪১ ধারার অপরাধ করিয়াছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






