
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মাহমুদুল হাসান (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে নিহতের বন্ধুরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।
ঢাকা রেলওয়ে কমলাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিব উল হোসেন আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে চা -সিগারেট খাচিছল মাহমুদ হাসান। এ সময় ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান তিনি। পরে সেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থরেই মারা যায় মাহমুদ।
নিহতের বন্ধু ওসমান গনি’র উদ্ধতি দিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, মাহমুদুল হাসান গত ৭ দিন আগে নতুন সরকারি চাকরি পেয়েছে। মিরপুরে তার বোনের বাসায় থাকতো সে। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মৃত আলমগীর হোসেনের ছেলে মাহমুদুল হাসান।
ওসি আরও জানান, খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করেন । পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে ঢাকা রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃতু মামলা দায়ের করা হয়েছে।
