
হলধর দাস,নরসিংদী: নরসিংদীর জনবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন সকল ক্ষেত্রে নারীদের অবদান রয়েছে। নারী উদ্যোক্তারাও আজকে এগিয়ে চলছে। ব্যবসায় ও বিভিন্ন উৎপাদনশীল কর্মকান্ডে তারা ভাল ভূমিকা পালন করছে। তারিই ধারাবাহিকতায় আজকে আমি সদর উপজেলা মোড়ে একজন নারী উদ্যোক্তার ব্যবসা প্রতিষ্ঠানটি উদ্বোধন করতে চলে এসেছি।
তিনি গত শনিবার(৯-১-২০২১) সন্ধ্যায় সদর উপজেলা মোড়ে জেলা নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি কামরুন নেছা প্রতিষ্ঠিত উৎসবে বাঙালীয়ানা “ নবরঙ “ বুটিকসের শো রুম ুউদ্বোধন কালে প্রধান অতিথির ভাষণে সাধারণ মানুষদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়্,া সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ শাহআলম মিয়া, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাহরুখ খান, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুস ছাত্তার মিয়া,নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ।
জেলা প্রশাসক বলেন ইসলামেও ব্যবসায়কে হালাল করেছে। একারণে হযরত খাদিজা(রা) কিন্তু একজন সফল ব্যবসায়ী ছিলেন। সৎপথে থেকে ব্যবসায় করা একটি উত্তম এবাদত । এটাও সাধারণ মানুষের সেবার মধ্যে পড়ে। তবে সুযোগ বুঝে বেশী মুনাফা করা যাবে না। আমি চাই নারী উদ্যোক্তারা আরো উৎসাহিত হয়ে এক্ষেত্রে এগিয়ে আসবেন। আমি এই প্রতিষ্ঠান সহ সকল নারী উদ্যোক্তাদের সফলতা কামনা করি।
তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন , আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে, আপনারা সকল উদ্যোক্তাদের উৎসাহিত করবেন । কাউকে হতাশ হতে দিবেন না। তাহলে দেশ আগাবে না। যারা ব্যবসায় করেন তারা সৎভাবে ব্যবসায় করবেন। সরকারি টেক্স ফাঁকি দিবেন না। সময়মত সরকারের কর পরিশোধ করবেন।






