কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের নতুন কমিটি গঠিত

0
163
728×90 Banner
 গাজীপুর  প্রতিবেূকঃ কবি সংসদ বাংলাদেশের সাধারণ সভা ৫ ফেব্রুয়ারি বিকেলে ঢাকার বাংলাবাজারস্থ বিউটি বর্ডিং প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কবি সংসদ বাংলাদেশের সাবেক সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনককে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট স্থায়ী পরিষদ গঠিত ও অনুমোদিত হয়। স্থায়ী পরিষদের অন্য সদস্যরা হলেন, কবি রাজু আলীম, কবি কাপ্তান নূর, কবি আমিনুল রানা, কবি শাফিকুর রাহী, কবি আসাদ কাজল, কবি বাপ্পি সাহা, কবি ওয়ালি জসিম।
কবি সংসদ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু কবিতা উৎসবের আহ্বায়ক কবি শাফিকুর রাহী এর সভাপতিত্বে ও কবি তৌহিদুল ইসলাম কনক এর সঞ্চালনায় সভায় সাংগঠনিক বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কবি সংসদ বাংলাদেশের উপরিউক্ত ৯ সদস্য বিশিষ্ট স্থায়ী পরিষদ গঠিত ও অনুমোদিত হয়।
Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here