টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত: এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাস

0
241
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী আরিচপুর গাজীবাড়ি এলাকায় গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। তার নাম শহিদুল ইসলাম শাহিন (ওরফে তারকাটা শাহীন)। সে পিরোজপুর জেলার কাউখালী থানার চিরাপাড়া এলাকার শাহ আলমের ছেলে। সে টঙ্গীর গাজিবাড়ি এলাকায় ভাড়া থাকতো। টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই এলাকার রেললাইনের পাশে নেকেরবাড়ি সংলগ্ন স্থানে ছিনতাইকালে হাতেনাতে ধরা পড়ে শাহিন (২২)। পরে এলাকাবাসী পিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ময়না তদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এখবর এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।পুলিশ জানায়, তারকাটা শাহীন এলাকার একজন চিহ্নিত ছিনতাইকারী। সে ১০-১৫ জনের একদল ছিনতাইকারী দিয়ে দিনরাত আরিচপুর, বউবাজার, জামাইবাজার, শেরেবাংলা রোড, গাজীবাড়ি, টঙ্গী বাজার এলাকায় গতকয়েক বছর যাবত ছিনতাই করে আসছিল। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী স্থানীয় থানায় একাধিকবার অভিযোগও দায়ের করেন। কিন্তু কোন ভাবেই তাকে ও তার দলের ছিনতাইকারীদের বিরত রাখা যাচ্ছিল না। এতে অতিষ্ঠ এলাকাবাসী গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাকে শেরে বাংলা রোডের নেকারবাড়ি মসজিদের সামনে পেয়ে আটক করে বেদম মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তার পরিবারের লোকজন তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here