
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (৩৬) নামে একজন প্রাইভেটকার চালক খুন হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের বাড়ি নেত্রকোণা জেলার বারহাট্টা থানার নামাপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত হযরত আলী।
টঙ্গী পশ্চিম থানা এসআই কাজী নেওয়াজ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে গাজীপুরে যাওয়ার সময় প্রাইভেটকার থেকে মিলগেইট পিপলস্ সিরামিকের সামনে প্র¯্রাব করার জন্য নামলে পূর্ব থেকে উৎপেতে থাকা ৩/৪জন ছিনতাইকারীদল তাকে এলোপাথারী ছুরিকাঘাত করতে থাকে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ছটকে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদুল ইসলামকে উদ্ধার শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো: শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
