টঙ্গীতে পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের অধিকার বিষয়ক কর্মশালা

0
190
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ব্রাকের উদ্যোগে পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের অধিকার ও কল্যাণ বিষয়ক কর্মশালা। বুধবার গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চল-১ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন জোন-১ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো: মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার অপারেশন, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম রেজভিনা পারভীন, ব্রাক ম্যানেজার আহম্মদ ইবনে সেলিম, আঞ্চলিক ব্যবস্থাপক সেলিম রেজা, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক আফরোজা পারভীন, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার রেজওয়ান সিদ্দিকী, টঙ্গী সার্ভিস সেন্টার ম্যানেজার রিয়াজ উদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশন ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার শিরিন, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি ফেরদৌসি বেগম প্রমুখ। পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের অধিকার ও কল্যাণকে লক্ষ্য করে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here