
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ২৬ মার্চ স্বাধীনতা সুবর্ণজন্তী উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে করোনা মহামারী ও স্বাস্থ্যবিধি রক্ষার্থে শুক্রবার গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাধারণ মানুষের মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা আক্তার আশার সভাপতিত্বে মাক্স হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইসমাইল হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী কুহিনুর বেগম, শিরিন আক্তার শিলা, মিলি আক্তার, ছালেহা আক্তার, সুরাইয়া বেগম, ছালমা আক্তার, রিনা আক্তার, রূপা আক্তার, তাসলিমা বেগম প্রমুখ।
টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামীলীগের আহŸায়ক আয়শা আক্তার আশা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন বাঙালি জাতির জন্য গৌরবোজ্জ্বল অর্জন বলে উল্লেখ করেন। এ সময় তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা এবং বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনে দীক্ষিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।
