বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক মানের গ্র্যান্ড জামে মসজিদ নির্মানের দাবি—ওলামালীগ

0
143
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : মুজিব জন্মশতবর্ষে সোহরাওর্য়াদী উদ্যানে ১২ একর জায়গার উপর জমি নিয়ে পৃথিবীর সর্বোচ্চ ১৫০ তলা মসজিদ নির্মানের ভিত্তি প্রস্তরের ব্যবস্থা করতে হবে অথবা মাওয়া পদ্মা ব্রীজ সংলগ্নস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (রহ:) এর নামে আন্তর্জাতিক মানের গ্র্যান্ড জামে মসজিদ নির্মাণ করতে হবে। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্থানে সর্বোচ্চ মিনার তৈরী করতে হবে। স্বাধীন বাংলাদেশের স্থপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (রহ:) বাংলাদেশকে ওআইসির সদস্য ভূক্ত করেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, জাতীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা:) পালনের ব্যবস্থা করেন, সরকারিভাবে পবিত্র শবে বরাতের ছুটি পালনের ব্যবস্থা করেন। বঙ্গবন্ধু ছিলেন প্রখ্যাত সুফি সাধক শেখ আলাওল (র:) এর বংশধর। তিনি ইসলাম দরদী লোক ছিলেন, তিনি সকল ভাষণের শেষে ইনশাআল্লাহ বলতেন এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনে বঙ্গবন্ধু বলেছিলেন মুসলমান এক বারই মরেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের গঠন তন্ত্রের দলীয় প্যাডেই লেখা আছে “আল্লাহ সর্বশক্তিমান” একজন ইমানদার মুসলমানই স্বীকার করেন “আল্লাহ সর্বশক্তিমান”।
 বিশ্বের অনেক দেশেই রাজা বাদশাহ; রাষ্ট্রনায়কদের নামে গ্র্যান্ড মসজিদ রয়েছে তাই বঙ্গবন্ধুর নামে একটি মসজিদ নির্মান জরুরী। বঙ্গবন্ধুর নামে বাংলাদেশে অনেক কিছুই প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক মানের মসজিদ নির্মাণ হয়নাই। বঙ্গবন্ধু নামে যে মসজিদ হবে সেখানে থাকবে বঙ্গবন্ধু পরিবার, ১৯১৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শাহাদাত বরণকারী, ২০০৪ সালে একুশে আগস্ট গ্রেনেড হামলায় শহাদাত বরণকারীদের নামে প্রতিষ্ঠিত হবে ইসলামীক গবেষণা সেন্টার, এতিমখানা, হাফেজী মাদরাসা, আলিয়া মাদরাসাসহ বিভিন্ন ধরনের ইসলামীক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ফতোয়া বোর্ড, জাকাত বোর্ড, ওয়াকফ বোর্ড এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় যেখানে কুরআন হাদিস, ইসলামিক ইতিহাস গবেষণা হবে। উক্ত মসজিদ পরিচালনার দায়িত্বে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে; কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (রহ:) নামে কোন মসজিদ নির্মাণ করে নাই। তাই মহামান্য রাষ্ট্রপ্রতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমাদের আকুল আবেদন অবিলম্বে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যার জন্ম না হলে বাংলদেশ নামের কোন রাষ্ট্রের জন্ম হতো না। সেই মহান নেতার নামে একটি আন্তর্জাতিক মানের গ্র্যান্ড জামে মসজিদ নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করিলাম। উক্ত মসজিদ টি নির্মিত হলে সারা মুসলিম বিশ্বে বাংলাদেশ গর্বের সাথে পরিচয় লাভ করবে। আশা করি মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আবেদনটি গ্রহণ করিবেন।
উক্ত প্রস্তাবের সাথে একাত্মতা ঘোষণা কারীদের নাম নি¤েœ দেওয়া হল।
১। আলহাজ্ব কাজী মাওলানা মোঃ আবুল হাসান শেখ শরীয়তপুরী (এম. এ. হাদিস, কামিল ঢাকা আলিয়া মাদ্রাসা)
মুসলিম বিবাহ, তালাক রেজিষ্ট্রার ও কাজী, (পালং কাজী অফিস) পালং শরীয়তপুর,
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটি,
মোবাইল: ০১৮১৯২৭৯৪৭৫।
২। বীরমুক্তিযোদ্ধা পীরজাদা পীর আলহাজ্ব মাওলানা মোঃ আখতার হোসেন বুখারী
৩। আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আবদুস সাত্তার
৪। আলহাজ্ব মাওলানা মোঃ শওকত আলী শেখ ছিলিমপুরী
৫। মাওলানা মোঃ আব্দুস সবুর মিয়া, রাণীপুরা, কঞ্চন পৌরসভা রুপগঞ্জ, নারায়নগঞ্জ
৬। মুফতী মাওলানা মোঃ শোয়েব আহম্মদ।
৭। হাফেজ মাওলানা মোঃ আব্দুল জলিল।
৮। মাওলানা মোঃ মোক্তারুজ্জামান আশরাফি।
৯। হাফেজ মাওলানা মোঃ মোস্তফা চৌধুরী বাগেরহাটি।
১০। হাফেজ মাওলানা মোঃ আব্দুল বারী।
১১। আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুর ইসলাম সিদ্দিকী।
১২। হাফেজ মাওলানা মোঃ শাহ আলম ফরাজী।
১৩। মাওলানা মোঃ আল-আমিন।
১৪। মাওলানা মোঃ মোকাম্মেল হোসেন।
১৫। মুফতী মাওলানা ফেরদাউস আহমেদ কোরাইশি।
১৬। হাফেজ মাওলানা মোঃ খালিদ হাসান।
* পৃথিবীর সর্বোত্তম স্থান হলো ‘মস্জিদ’
* হযরত ওসমান (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য মস্জিদ নির্মাণ করেন আল্লাহ্ পাক তার জন্য জান্নাতে বাড়ী তৈরী করেন- সোবহান আল্লাহ।
অতএব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (রহঃ) নামে অনিন্দ্যসুন্দর আন্তর্জাতিক মানের গ্র্যান্ড জামে মসজিদ নির্মানের জোর দাবি জানাচ্ছি।
নিবেদক
আলহাজ্ব কাজী মাওলানা মোঃ আবুল হাসান শেখ শরীয়তপুরী
সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here