প্রধানমন্ত্রীর অনুদান প্রদান সহ নরসিংদী জেলা প্রশাসনের চলমান কার্যক্রম

0
119
728×90 Banner

হলধর দাস : করোনা ভাইরাস(কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে নরসিংদী জেলা প্রশাসনের বিভিন্নমূখী কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্নমুখী কার্যক্রমের মধ্যে অসচচ্ছ্বল ইমাম ও জটিল রোগে আক্রান্তদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ,পবিত্র রমজান মাসে বাজার তথা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মাক্স বিতরণ, স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী কমিটি গঠন ইত্যাদি উল্লেখযোগ্য।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান সহায়তার চেক বিতরণঃ
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধানমন্ত্রীর অনুদান ও চিকিৎসা সহায়তা নিয়ে আজ রবিবার (২ মে,২০২১)ভার্চ্য়্যুাল সভার মাধ্যমে নরসিংদীর জেলার ৬টি উপজেলায় অসচ্ছ্বল ১১৬ জন ইমাম মুয়াজ্জিনদের প্রত্যেককে ২হাজার ৫শত টাকা করে মোট ২লক্ষ ৯০ হাজার টাকার চেক এবং রোগ অনুসারে কমবেশী করে ২২২ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে ১কোটি ১১ লক্ষ টাকা সহ মোট ১ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করেন। অসচ্ছ্বল ইমামদের মধ্যে রয়েছেন নরসিংদী সদরে ২০ জন, শিবপুরে ১১ জন,রায়পুরায় ৩৫ জন,বেলাবতে ২০ জন ,পলাশে ১০ এবং মনোহরদীতে ২০ জন।
রবিবার(২/৫/২০২১) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সরাসরি জুম কনফারেন্সের মাধ্যমে ৬টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ অর্থ একযোগে প্রদান করা হয়। এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, করোনা জনিত বর্তমান পরিস্থিতিতে সকল শ্রেণির অসচ্ছ্বল ব্যক্তিদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। যথোপযুক্ত ক্ষেত্রে যথাযথভাবে প্রাপ্ত অর্থের ব্যবহার নিশ্চিত করণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ক্ষতিগ্রস্থ অধিকতর অসচ্ছ্বল,দুস্ত, পিছিয়ে পড়াদের জন্য যে অর্থ আমরা বরাদ্ধ পেয়েছি তা ইচ্ছে করলেই সকলের মধ্যে বন্টন করা যাবে না। রমজানের মাস করোনার প্রথম ঢেউয়ের মতোই এবার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও আমরা অনেকটা কষ্টের সাথে যারা দিন যাপন করছেন নিম্ন আয়ের এমন সব পরিবার যাচাই বাছাই করেই অনুদান প্রদান করছি। আজকে আমরা অনুদান প্রদান কার্যক্রম শুরু করেছি। সাধ এবং সাধ্যকে সমন্বয় করে পর্যায়ক্রমে বেশী অস্চ্ছ্বল নিম্ন আয়ের পরিবার সমূহের মধ্যে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। পরম করুণাময়ের নিকট শুকরিয়া আদায় করছি তাঁর দয়ায় আমরা করোনার এই কঠিন সময় আমরা সুচারুরূপে মোকাবেলা করতে পারছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি। করোনার প্রথম ঢেউ মোকাবেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে সমাদৃত হয়েছিলেন । সেজন্য গত ৮ মার্চ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননা প্রদান করা হয়েছে। এবারও আমরা প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সঠিকভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সক্ষম হবো ইনশাল্লাহ। কোভিড-১৯ মোকাবিলায় সকলকে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আগামী কোর্বানীর সময়ে বিগত সময়ের মতো যারা কোর্বনী করবেন তাদের করোনা টেস্ট করে নেওয়ার জন্য তিনি পরামর্শ দেন। শেষে সমগ্র মানবজাতির মঙ্গল কামনা দোয়া পরিচালনা করা হয়।
নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাঃ
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ১ মে ২০২১ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনা মোতাবেক নরসিংদী জেলা শহর ও বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণ, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর তফসিলভুক্ত বিভিন্ন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এদিন ৩৬ টি মামলা রুজু করে মোট ১৬২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এর মধ্যে নরসিংদী জেলা শহর ও মাধবদী পৌরসভায় ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিনব্যাপি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০টি মামলায় ২০ জনকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।
শিবপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), শিবপুর কর্তৃক পরিচালিত ০১টি মোবাইল কোর্টে ০৭টি মামলায় ০৭ জনকে ৩০০০ টাকা অর্থদন্ড এবং পলাশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), পলাশ পরিচালিত ০১ টি মোবাইল কোর্টে ০৯টি মামলায় ০৯ জনকে ২৭০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে জেলা নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে সহকারী কমিশনার সিলভিয়া স্নিগ্ধা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ পরিপালন নিশ্চিতকরণে জেলা প্রশাসন, নরসিংদী বদ্ধপরিকর। সরকারী নির্দেশ অমান্যকারীদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে তফসিলভুক্ত বিভিন্ন আইনে জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সরকারি বিধি নিষেধ পরিপালন নিশ্চিত করে গৃহে অবস্থানের জন্য অনুরোধ জানান।
ভ্রাম্যমাণ আদালতসমূহ পরিচালনাকালে বাংলাদেশ জেলা পুলিশ, নরসিংদী এর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মাসিক জুম কনফারেন্সঃ
জেলা কেইস কো-অর্ডিনেশন কমিটির এপ্রিল ২০২১ মাসের মাসিক সভা গত ২৭ এপ্রিল ২০২১ জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয় । সভায় যুগ্মভাবে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী সৈয়দা ফারহানা কাউনাইন এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নরসিংদী জনাব মোস্তাক আহমেদ।
জেলা কেইস কো-অর্ডিনেশন কমিটির কার্যপরিধি অনুযায়ী সকল সদস্যকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে মামলার নিষ্পত্তির হার বৃদ্ধির লক্ষ্যে উপকমিটি গঠনের মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ এবং কারাবন্দীদের মুক্তির পর মূলস্রোতে ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করা হয় ।
শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী কমিটি গঠনঃ
জেলা শিক্ষা অফিসারকে প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন। শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, তোমরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মাদক প্রতিরোধে কাজ করবে। সহ শিক্ষা কার্যক্রম পরিচালনার আহবান জানান।
প্রধান অতিথি মাদকের চাহিদা, সরবরাহ এবং মাদকজনিত ক্ষতি হ্রাসে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন জোরদারকরণ ও ধর্মীয় অনুশাসনের চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কমল কুমার ঘোষ এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেয় সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, শিক্ষার্থী রাকিব হাসান ও সাদিয়া জাহান। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বি।
পুষ্টিকর ইফতার বিতরণ ঃ
করোনাভাইরাসের প্রকোপ হ্রাসে ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নেতৃত্বে সহমর্মিতা ও পরমর্মিতার আদর্শে গত ২৮ এপ্রিল নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের (৮০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষিত) ডাক্তার, নার্স, চিকিৎসাকর্মী ও করোনা আক্রান্ত রোগীদের মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক পুষ্টিকর ইফতার সামগ্রী পৌঁছে দেন সহকারী কমিশনার (ভূমি), নরসিংদী সদর মোঃ শাহ আলম মিয়া এবং নেজারত ডেপুটি কালেক্টর মেহেদী হাসান কাউছার।
এসময় উপস্থিত ছিলেন ১০০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও কোভিড ডেডিকেটেড হাসপাতালের সমন্বয়ক ডাঃ এ এনএম মিজানুর রহমান।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন করোনা আক্রান্তদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ খবর নেন। জেলা প্রশাসকের ইফতার পেয়ে করোনা আক্রান্ত রোগীরা খুশি হয়ে বলেন, আমাদের মনোবল বৃদ্ধি পেয়েছে।
বিশেষ চাহিদা সম্পন্নপরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এঁর সার্বিক তত্ত্বাবধানে নরসিংদী শহরের বানিয়াছল ও ভেলানগর এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ১৭০ টি পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ।
জেলা প্রশাসনের উল্লেখিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here