কলাপাড়ায় র‌্যাবের অভিযানে পাঁচ জন গ্রেফতার , ১৬০ টি মোবাইল সিম জব্দ

0
255
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে নিবন্ধনকৃত মোবাইল সিম ক্রয়-বিক্রয় চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হচ্ছে মো. ইলিয়াছ, মো. জাহাঙ্গীর মাঝি, মো. মোস্তাফিজুর রহমান, মো.আল মামুন ও আল আমিন। এর মধ্যে প্রথম চারজনকে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র এলাকার বটতলা বাজার থেকে এবং আল-আমিনকে মহিপুর থেকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে ১৬০টি সিম জব্দ করা হয়েছে। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ এর নেতৃত্বে অপরেশন টিম মঙ্গলবার রাতে এদের গ্রেফতার করে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা বায়োমেট্রিক পদ্ধতিতে বিভিন্ন কোম্পানির মোবাইল সিম অপরিচিত সহজ-সরল মানুষের নামে রেজিস্ট্রেশনের পরে অন্য মানুষের কাছে চড়া দামে বিক্রি করে আসছিল। যা ব্যবহার করে চাঁদা দাবি, হুমকিসহ চুরি, ডাকাতি ও অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। গ্রেফতারকৃতদের বুধবার বিকেলে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত সকলকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here