বাহাউদ্দিন চৌধুরীকে একুশে ও স্বাধীনতা পদক দেওয়ার আহ্বান… এম. এ জলিল

0
141
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বিশিষ্ট সাংবাদিক ভাষাসংগ্রামী সাবেক ঢাকা সিটি আওয়ামী লীগের সভাপতি, তথ্য সচিব ও বঙ্গবন্ধু পরিষদ গঠনের অন্যতম সংগঠক বাহাউদ্দিন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে আজ ১৬ মে, ২০২১ সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ৪র্থ তলায়, ঢাকা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।
বক্তব্য রাখেন, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ. বঙ্গবন্ধু শিশু কলল্যাণ কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান মিন্টু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য লোকমান হোসেন চৌধুরী, জাতীয় স্বাধীনতার পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিটু, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সম্পাদক আ স ম মোস্তফা কামাল, বাংলাদেশ জাসদের মহানগরীর সহ সভাপতি শাহাবুদ্দিন, নারীনেত্রী এলিজা, বরিশাল বিভাগ সমিতির সদস্য, শহীদুন্নবী ডাবলু ও নকিব হক, জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
সভাপতির ভাষনে এম এ জলিল বলেন, বাহাউদ্দিন চৌধুরী বঙ্গবন্ধু আহ্বানে মাতৃভাষা বাংলাকে রক্ষা ও রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সনে ১১ মার্চ আব্দুল গণি রোডে সচিবালয় ঘেরাও করেছিলেন। সেই দিন শেখ মুজিবুর রহমানসহ বাহাউদ্দিন চৌধুরীকে পাকিস্তান পুলিশ গ্রেফতার করেছে এবং তার হাত পিটিয়ে ভেঙ্গে দিয়েছে। তিনি প্রায় দেড় বছর জেল খেটেছেন। জেলা খাটার পর বঙ্গবন্ধুর আহ্বানে ১৯৬২ থেকে ৬৯এর প্রথম দিক পর্যন্ত ঢাকা সিটি আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি বঙ্গবন্ধুর ঘোষিত বাঙালিদের মুক্তির সনদ ৬দফার পক্ষে কাজ করেছেন এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে ৬দফা প্রস্তাব গ্রহণের জন্য উত্থাপন করেছিনে এবং আওয়ামীগ কমিটিতে গ্রহণ করেছিলেন বাহাউদ্দিন চৌধুরীর চাপ সৃষ্টির কারণে। পরবর্তীতে তিনি স্বাধীন বাংলাদেশের তথ্য সচিবের দায়িত্ব পালন করেছিলেন। বঙ্গবন্ধুর হত্যার পর তিনি হত্যার প্রতিবাদ করেছেন এবং ১৯৭৭ সালে বঙ্গবন্ধু পরিষদ গঠন করার জন্য বিশেষ ভুমিকা রেখেছেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য ভোষ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরীর নেতৃত্বে। বাহাউদ্দিন চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর আপনজন, তিনি সবসময় বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করেছেন। তাই ১৯৯৩ সনে ৭১ এর ঘাতক দালাল মানবতা বিরোধীদের বিচারের জন্য গণআদালতকে সংঘঠিত করেছেন। এম এ জলিল আরো বলেন, আজকে এই দিনে যদি বাহাউদ্দিন চৌধুরী বেঁচে থাকতো তাহলে বিএনপি-জামাত হেফাজতের এই তান্ডব হতে দিতেন না। তিনি ৭১এর মতো বাঙালিদের জাতিকে ঐক্যবদ্ধ করতেন। জলিল আরো বলেন, বাহাউদ্দিন চৌধুরীর বিশেষ ভুমিকার কারণে আজকের এই সভা থেকে আমাদের দাবী বাহাউদ্দিন চৌধুরীকে একুশে ও স্বাধীনতা পদক ২০২২ দেওয়ার আহ্বান জানাই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here