
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নবনিযুক্ত জাতীয় অধ্যাপক ডায়াবেটিক এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসানকে অভিনন্দন জানিয়েছেন এ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব বাংলাদেশ (এপিবি)। আজ ১৮ মে ২০২১ইং তারিখে এপিবি’র সভাপতি কিডনী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম ও মহাসচিব মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত এক যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানান। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই দুই খ্যাতিমান চিকিৎসককে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে। এপিবি’র বিবৃতিতে বলা হয়, সমাজসেবায় স্বাধীনতা পদক প্রাপ্ত গুণী চিকিৎসক অধ্যাপক ডা. একে আজাদ খান ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে পদক প্রাপ্ত অধ্যাপক মাহমুদ হাসান এদেশের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় অনন্য সাধারণ অবদান রেখেছেন। চিকিৎসা পেশার নানাবিধ উন্নয়নে তাঁদের বলিষ্ঠ ভূমিক রয়েছে। বিবৃতিতে এই দুই বিশিষ্ট চিকিৎসকের দীর্ঘায়ু কামনা করে বলা হয়, ভবিষ্যৎতে এই দুই মহান চিকিৎসক দেশের স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গবেষণায় উন্নয়নের পথ নির্দেশক অভিভাবকের ভূমিকা পালন করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।






