অবৈধ গ্যাস সংযোগ কাটতে মাস্টারপ্ল্যান

0
203
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বছরের পর বছর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। তবে এ অভিযানে দৃশ্যমান অগ্রগতি হয়নি। একদিকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে অন্যদিকে দিয়ে দেওয়া হচ্ছে পুনঃসংযোগ। ফলে দিন দিন অবৈধ সংযোগ বেড়েই চলছে। এবার অবৈধ সংযোগ উচ্ছেদে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান করেছে তিতাস। পরিকল্পনা অনুযায়ী কোনো এলাকায় অবৈধ সংযোগ চিহ্নিত হলে পুরো এলাকার গ্যাসলাইন কেটে দেওয়া হবে। পরে বৈধ লাইন চিহ্নিত করে পুনঃসংযোগ দেওয়া হবে।
জ¦ালানি বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে কঠোর অবস্থানে রয়েছে জ¦ালানি বিভাগ। তিতাস গ্যাস কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে যতদ্রুত সম্ভব অবৈধ সংযোগ শূন্যের কোটায় নামিয়ে আনতে। এখন থেকে এলাকা ধরে যেসব এলাকায় অবৈধ সংযোগ বেশি সেসব এলাকার মূল পয়েন্ট থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। পরে বৈধ সংযোগ দেওয়া হবে।
সূত্রে জানা যায়, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইতোমধ্যে গ্যাস নেটওয়ার্কের নকশা দেখে অবৈধ গ্যাস সংযোগ কোন কোন এলাকায় বেশি রয়েছে চিহ্নিত করে মাস্টারপ্ল্যান করেছে। কোন পয়েন্টে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সেই বিষয়গুলোও চূড়ান্ত করেছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও অঞ্চলে সাত হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে খুব বড়সড় অভিযান চালানো হবে দ্রুততম সময়ের মধ্যে। সব চূড়ান্ত করে ফেলেছি। এলাকাও চিহ্নিত করা হয়েছে। এখন আলাদা আলাদা করে একটি, দুটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে না। অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন এলাকার পুরো সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সেখানে কোনো বৈধ সংযোগ থাকলে বৃহত্তর স্বার্থে কিছুটা কষ্ট মেনে নিতে হবে। আমরা বৈধ সংযোগগুলো দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেব।
তিতাস সূত্রে জানা যায়, ঈদের পরের দিন নারায়ণগঞ্জের সোনারগাঁও অঞ্চল থেকে স্থায়ীভাবে একটি গ্যাসলাইনের ভাল্ব অপসারণ করেছে তিতাস। যে ভাল্বটি অপসারণ করা হয়েছে তাতে দুটি ডিআরএস সংযোগ ছিল। এ ভাল্বে প্রায় ১০ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ এবং প্রায় সাত হাজার আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ভাল্বের আওতায় ৫০টি রেস্টুরেস্ট, কয়েকটি ওয়াসিং প্লান্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। স্থায়ীভাবে এ ভাল্বটি অপসারণের কারণে অবৈধ গ্যাস বন্ধ হয়ে যাবে।
নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, আড়াই হাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জের বন্দর, গাজীপুর, মুন্সীগঞ্জের গজারিয়াসহ বেশ কিছু এলাকা চিহ্নিত করেছে তিতাসের কারিগরি টিম। এসব এলাকার অধিকাংশ অবৈধ গ্যাস সংযোগ। বিশেষ করে আবাসিক ক্ষেত্রে অবৈধ গ্যাসের ছড়াছড়ি।
সম্প্রতি জ¦ালানি বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমানের সভাপতিত্বে সম্প্রতি জ¦ালানি বিভাগের সমন্বয়সভা হয়। সেখানে অবৈধ গ্যাস সংযোগ এবং পাইপলাইন অপসারণের বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে জ¦ালানি সচিব তিতাসের আওতাধীন এলাকায় অবৈধ গ্যাস সংযোগগুলো দ্রুত বিচ্ছিন্ন বা অপসারণের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তিতাসের কর্মকর্তাদের দুর্নীতি ঠেকাতে একই এলাকায় অনেকদিন ধরে যারা কাজ করছেন তাদের দ্রুত বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here