
ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশব্যাপী কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে তিনটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করেছে মহানগর যুবলীগ। সোমবার (২১ জুন) সকাল ১১টায় নগরীর চান্দনা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল। এসময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিয়ে স্কুল মাঠে একটি গাছের চারা রোপণ করে মহানগরের ৫৭টি ওয়ার্ডে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। নেতাকর্মীদের অন্তত তিনটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়ে মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের আহবানে সাড়া দিয়ে গাজীপুর মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। এ লক্ষ্যে আজ (সোমবার) নগরীর ৫৭টি ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। তিনি বলেন, বায়ু দূষনের কারণে শিল্পনগরী গাজীপুর বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। আমরা গাজীপুরকে গ্রীন সিটি হিসেবে দেখতে চাই। সে লক্ষ্যে পাড়া-মহল্লায় যুবলীগের এই বৃক্ষরোপন কর্মসূচী ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, আহবায়ক সদস্য আতিকুর রহমান খান রাহাত, দেলোয়ার হোসেন দেলু, কাশেম মন্ডল, আব্দুল হালিম মন্ডল, পূবাইল থানা যুবলীগ নেতা আব্দুল হালিম,৪৭ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মনির হোসেন সাগর, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা আক্তার সরকার, আমির হামজা প্রমুখ।






