বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নরসিংদী জেলা হাসপাতালে ১০০ অক্সিজেন সিলিন্ডার প্রদান

0
119
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শনিবার ১০০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে (নরসিংদী জেলা হাসপাতাল) ১০০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান অক্সিজেন সিলিন্ডারগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অক্সিজেন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান তুহিন, বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা মামুনুর রশিদ, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, আরডিসি শ্যামল চন্দ্র বসাক, এনডিসি মেহেদী হাসান কাউছার প্রমুখ।
জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, যত বেশী অক্সিজেন পাবো তত বেশী মানুষকে বাঁচাতে পারবো। তিনি সমাজের বিত্তবানদের করোনার এ মহাসংকটে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান তুহিন বলেন, বসুন্ধরা গ্রæপ করোনার এ সংকটে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই অক্সিজেনসহ খাদ্য সামগ্রী দিয়ে মানুষের পাশে দাড়িয়েছে এবং বসুন্ধরা গ্রুপের এ সাহায্য অব্যাহত থাকবে। তিনি অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানকেও করোনার এ সংকটে সকল প্রকার সাহায্য সহযোগিতার আহবান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here