ভাসানচরে রোহিঙ্গাদের টিকাদান শুরু

0
98
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে শুরু হয়েছে রোহিঙ্গাদের করোনার টিকাদান কর্মসূচি। প্রথম দফায় ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সি সবাইকে টিকা দেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম ও টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া হবে।
এক ব্যক্তিকে চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হবে। সোমবার সকাল থেকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে এ কর্মসূচি শুরু হয়। চলবে কয়েকদিন।
নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার প্রথম দফায় ৫৫ বছরের বেশি বয়সি ৪৩৪ জন রোহিঙ্গা এবং ১৮৫ জন বাংলাদেশিকে টিকা দেওয়া হয়েছে। গতকালও একটি কেন্দ্রের তিনটি বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম চলেছে।
ভাসানচর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আরআরআরসি অফিসের হিসাব অনুযায়ী, এখানে থাকা রোহিঙ্গাদের মধ্যে প্রায় ৬০০ জন রয়েছেন যাদের বয়স ৫৫ বছরের বেশি। প্রথম ধাপে তাদের টিকা দেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here