শোক সংবাদ

0
163
728×90 Banner

আব্দুল হান্নান পাটোয়ারী

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব আব্দুল হান্নান পাটোয়ারী দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রবিবার দিবাগত রাত আড়াইটায় মিরপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় মরহুমের প্রথম নামাজে জানাজা টঙ্গীর মধুমিতা রেলগেইট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানার ৫নং গোপতি ইউনিয়নের নারিকেলতলা পাটোয়ারীর বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক সিটি মেয়র আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা মফিজুল ইসলাম, এম এম নাসির উদ্দিন, টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, মহাসচিব শাহরাস্তী পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, কার্যকরি সভাপতি জরিফ আহমেদ মন্টু, সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলাম শহীদ, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক সাদেক হোসেন খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. নয়ন পাটোয়ারী,টঙ্গী প্রেসক্লাবের আহবায়ক শাহজাহান সিরাজ সাজু, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন বুলবুল, মো: হেদায়েত উল্লাহ, দৈনিক যায়যায়দিন টঙ্গী প্রতিনিধি রেজাউল কবির রাজিব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here