
গাছা (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল বিকেলে নতুন বাজার এলাকায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন মোল্লার সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর, আগামীদিনের নগর পিতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক আসাদুল কবির, মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মোল্লা, গাছা থানা কৃষকলীগের সভাপতি শাহজালাল তরুণ, গাজীপুর মহানগর তাতীলীগে সহ সভাপতি জামাল খান, .৩৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বাবুল হোসেন মন্ডল, ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান সরকার, আওয়ামীলীগ নেতা জিন্নাতুর রহমান, হাজী মো: নাসির উদ্দিন ভুঁইয়া, মমিনুল ইসলাম সিকদার, আরাফাত হোসেন, আমজাদ হোসন সরকার, আবুল হোসেন, আমিনুল ইসলাম শাহী, রুবেল আহেমদ, এস এম ইউসুফ, ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট কালো রাত্রিতে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।






