
ডেইলি গাজীপুর প্রতিবেদক: নিরাপত্তার স্বার্থে ঢাকার ধামরাইয়ে ব্যাংক, বীমাসহ নানা ধরণের আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন বাজার কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ধামরাই থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে আয়োজিত নিরাপত্তা বিষয়ক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম। এ ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সাভার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল হাসান, ধামরাই-আশুলিয়া জোনের টিআই ফরিদুর রেজা প্রমূখ। আর্থিক প্রতিষ্ঠান সমূহ এবং তাদের সুবিধাভোগীদের নিরাপত্তা বিষয়ক দিক নির্দেশনা বা পরামর্শ সংক্রান্ত বিষয়গুলো স্থান পায় এ মত বিনিময় সভার আলোচনায়।






