
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি : সারাদেশের ন্যায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নিবার্চন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে প্রার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ জনকে নির্বাচিত করা হয়।
সকাল ৮টা থেকে এক টানা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। স্কুলের ছাত্রছাত্রী ভোটাধিকার প্রয়োগ করেন। ছাত্রছাত্রীদের মধ্যে থেকে প্রিজাইডিং অফিসার.পোলিং অফিসার, নিবাচনি এজেন্ট, নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করেন। বিকেলে নিবাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। নির্বাচনটি দেখার জন্য উপজেলা বিভিন্ন শ্রেণির মানুষ স্কুল মাঠে বিড় জমায়। প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, অত্যন্ত শান্তিপ‚র্ণভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন তার প্রতিষ্ঠানে সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান জানান, প্রত্যেক প্রতিষ্ঠানে নির্বাচন অত্যন্ত নিয়মশৃংখলার মধ্য দিয়ে সম্পন্ন হয়। ওই নির্বাচনে সহযোগিতা করেন প্রত্যেক প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এছাড়া তিনি নিজেও নির্বাচন পর্যবেক্ষণ করেন।






