কুমিল্লায় মেয়েকে হত্যা করল বাবা, গ্রেফতার ৫

0
131
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :বাবার বিবাহবহির্ভূত সম্পর্ক দেখে ফেলায় কুমিল্লার দেবিদ্বারে পাঁচ বছরের একটি মেয়েশিশুকে হত্যার অভিযোগে পাষণ্ড বাবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন – শিশুটির বাবা আমির হোসেন (২৫), তার চাচাতো ভাই রবিউল আউয়াল (১৯), রেজাউল ইসলাম ইমন (২২), লাইলি আক্তার (৩০) ও সোহেল রানা (২৭)।
বুধবার (১৭ নভেম্বর) ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন বলেন, কুমিল্লার দেবিদ্বারের অটোরিকশাচালক আমির হোসেনের সঙ্গে স্থানীয় লাইলি বেগমের পরকীয়া গড়ে ওঠে।
গত ৫ নভেম্বর আমিরের সঙ্গে লাইলি আক্তারকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে আমিরের মেয়ে ফাহিমা। এরপর সে তার মাকে বিষয়টি জানিয়ে দেবে বলে জানায়। তাতে উদ্বিগ্ন হয়ে লাইলি বারবার আমিরকে চাপ দিচ্ছিল বিষয়টি সামাল দেয়ার জন্য। পরদিন আমির তার চাচাতো ভাই ও পূর্বপরিচিত আরো চারজনকে নিয়ে নিজের মেয়েকে হত্যার পরিকল্পনা সাজায়।
গত ৭ নভেম্বর মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয় আমির হোসেন। নিজের অটোরিকশায় করে তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত সাড়ে ৮টার দিকে দেবিদ্বার পুরান বাজারের দক্ষিণে নদীতীরের নির্জন স্থানে নিয়ে যায়।
র‌্যাব জানায়, একটি ছুরি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল আমির। তার সহযোগী রবিউল আরেকটি ছুরি নিয়ে নদীতীরের ওই স্থানে যায়। শিশুটিকে প্রথমে ছুরিকাঘাত করে বাবা আমির হোসেন, এরপর অন্যরা। ছুরিকাঘাতের পর শ্বাসরোধে ফাহিমার মৃত্যু নিশ্চিত করে আমির। এরপর পশুখাদ্য রাখার প্লাস্টিকের বস্তায় শিশুটির লাশ ভরে অটোরিকশায় নিয়ে রওনা হয় সে।
এদিকে বাড়িতে মেয়েকে খুঁজে না পেয়ে ফাহিমার মা বারবার আমিরকে ফোন করছিলেন। আমির তাদের ভালো করে খুঁজে দেখতে বলে। ওই রাতে লাশটি ফেলার কোনো জায়গা না পেয়ে ইমনদের গোয়ালঘরে একটি প্লাস্টিকের ড্রামে লাশটি ঢেকে রাখা হয়। দুদিন পর সোহেল রানার অটোরিকশায় করে লাশটি কাচিসাইর এলাকার একটি কালভার্টের নিচে তারা ফেলে আসে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক নিয়েছিল আমির। সেই টাকার বিনিময়েই সে নিজের মেয়েকে হত্যা করতে অন্যদের দলে টানে।
ফাহিমা নিখোঁজ দাবি করে ওই ব্যক্তিরাই এলাকায় মাইকিং, ঝাড়ফুঁক ও ফেসবুকে পোস্ট দিয়েছিল, যেন তাদের কোনোভাবে সন্দেহ করা না হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here