ভারত থেকে এলো ৪৫ লাখ ডোজ টিকা

0
99
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ভারত থেকে এলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রস্তুতকৃত ৪৫ লাখ ডোজ কোভিশিল্ড টিকা। বুধবার (১ ডিসেম্বর) রাত আটটা ১০ মিনিটে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এই টিকার চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ও বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় এই টিকাগুলো এসেছে। চুক্তির অধীনে এখন পর্যন্ত ১ কোটি ২৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার মাধ্যমে। সেরামের সঙ্গে ‍তিন কোটি ডোজ টিকার চুক্তি হলেও ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে বিপাকে পড়ে বাংলাদেশ।
সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩ কোটি ডোজ টিকা আসার কথা থাকলেও মাত্র ৭০ লাখ ডোজ পাওয়ার পর টিকা আসা বন্ধ হয়। এরপর আজ বুধবার ৪৫ লাখ টিকা পেলো বাংলাদেশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here