সাপাহারে বিনামূল্যে রক্ত পরীক্ষার মাধ্যমে গ্রীন ভয়েসের যাত্রা শুরু

0
97
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে। ” এই ¯েøাগান ধরে ”দিনব্যাপী বিনামূল্যে রক্ত পরিক্ষা ও বøাড ব্যাংক সহায়তা কেন্দ্র স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করল পুরো বাংলাদেশ জুড়ে বিস্তৃত থাকা পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।
মঙ্গলবার দিনব্যাপী বিনামূল্যে রক্ত পরীক্ষার মাধ্যমে গ্রীন ভয়েস নওগাঁ জেলার সাপাহার উপজেলায় যাত্রা শুরু করল সাপাহার উপজেলার বিভিন্ন অঞ্চলের পরিবেশ সচেতন ব্যক্তি উক্ত পোগ্রামে অংশ নেয়।গ্রীন ভয়েস পরিবেশ সচেতন ছাত্র-যুবকদের একটি স্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের প্রথম পরিবেশবাদী এই সংগঠনটি পরিবেশ রক্ষা ও জনসচেতনা বাড়াতে, কার্যকর পদক্ষেপ নিতে সারা দেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছে।
উক্ত পোগ্রামে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েসের নওগাঁ জেলা সমন্বয়ক প্রভাষক ফারুক হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল প্রফেসর আল ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ওয়ালিউল ইসলাম নাইম, এম এ নোমান, জামিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য গ্রীন ভয়েসের সমন্বয়ক ও মুজিব ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির জানান, গ্রীন ভয়েস পরিবেশ রক্ষা ও জনসচেতনা বাড়াতে, কার্যকর পদক্ষেপ নিতে সারা দেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছে”। দেশের খেলার মাঠ,পার্ক,নদী-নালা, প্রাকৃতিক সম্পদ,উন্মুক্ত স্থান রক্ষা করার জন্য আন্দোলন, তরুণদেরকে পরিবেশ রক্ষায় উৎসাহী, পরিবেশ সচেতন তরুণ সমাজ গড়তে, টেকসই উন্নয়ন, পরিবেশ-বান্ধব দেশ বিনির্মাণে এ সংগঠন কাজ করে যাচ্ছে এবং সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে কাজ করে যাবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here