
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রো সদর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির জাঁকজমকপূর্ণ বার্ষিক আনন্দভোজ-২০২২ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ মঙ্গলবার গাজীপুর মহানগরীর নীলের পাড়া এলাকার আনন্দ বাড়ী পিকনিক স্পটে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সদস্যরা তাদের স্ত্রী-সন্তান ও পরিজন নিয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে আনন্দঘন দিন উদযাপন করেন।
দুপুরের খাবারের পর পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা তুলে দেন পুরস্কার।
গাজীপুর মেট্রো সদর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি গাজীপুর মেট্রো সদর সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ হুসনে আজিম কাইজার জিন্নাহ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি গাজীপুর মেট্রো সদর থানা শাখার সভাপতি শাকিক আহমেদ বুলবুল প্রমুখ।
এরপর সন্ধ্যায় শুরু হয় টেলিভিশন ও বেতার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।






