
অসীম কুমার দাস (মান্দা প্রতিনিধি) : নওগাঁর মান্দায় রান্নাঘর থেকে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে একটি বসতবাড়ি। শনিবার সন্ধ্যালগ্নে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের সাইফুল ইসলামে বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যালগ্নে গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে হঠাৎ করেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজনের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
ক্ষতিগ্রস্থ সাইফুল ইসলাম বলেন, বিকেলে তিনি বাড়ির পাশে চকগৌরী বাজারে যান। এর কিছু পরেই বাড়িতে আগুন লাগার বিষয়ে জানতে পারেন। এ সময় বাড়িতে তাঁর স্ত্রী রাবেয়া বেগম একা ছিলেন।
তিনি আরও বলেন, বাড়ির গোয়ালঘরের পাশে রান্নাঘরে দুপুরের খাবার তৈরি করা হয়েছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে তাঁর বসতবাড়িতে থাকা ধান, চাল, সরিষা, রসুন, পেঁয়াজসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এতে পাঁচ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলেন দাবি করেন তিনি।
মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে। এ কারণে সেখানে তাঁদের কাজ করতে হয়নি।






