

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী পূর্ব আরিচপুর মদিনাপাড়া এলাকায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগে খাইরুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। খাইরুল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তেজখালী পশ্চিমপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে পূর্ব আরিচপুর জামাইবাজার এলাকায় ভাড়া থাকত।
জানা যায়, দুই বছর পূর্বে একটি ওয়াশিং কারখানায় একত্রে চাকরির সুবাদে খাইরুলের সঙ্গে ওই কিশোরীর পরিচয়ের সূত্রে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ঘুরতে যাওয়ার কথা বলে গত ১৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ওই তাকে টঙ্গী বাজার মঞ্জুরী-২ আবাসিক হোটেলে নিয়ে যায় খাইরুল। সেখানে তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে ধর্ষণ করে।
