
মোঃ বায়েজীদ হোসেনঃ গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার মুন্সিপাড়াসহ পাড়া-মহল্লায় আতশবাজির কারণে পথে চলাচলকারি নারী ও শিশুরা আতঙ্কিত ও অসুস্থ হয়ে পড়ছে। বখাটেে কিশোররা পাড়া – মহল্লার রাস্তায় মানুষকে আতঙ্কিত করার উদ্দেশ্যে আতশবাজি ফুটিয়ে উল্লাস করে থাকেন।
তথ্য রয়েছে অধিক মুনাফার লোভে আতশবাজি বিক্রি করছে একশ্রেণীর ব্যবসায়ীরা । সচেতন নাগরিকদের দাবি প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।






