অনলাইন প্রেস ইউনিটির সম্মিলন ২৭ সেপ্টেম্বর

0
308
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: অনলাইন প্রেস ইউনিটির জাতীয় সম্মিলন আগামী ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। আর সম্মিলনকে কেন্দ্র করে সারাদেশে সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি সম্ভবঅনুযায়ী সকল জেলা-উপজেলায় কমিটি গঠন নিশ্চিত করার জন্য উপকমিটিগুলোকে নিদের্শনাও দেয়া হয়েছে। ২৪ জুলাই বিকেল ৫ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহিত হয়। সভাপতিত্ব করেন প্রেস ইউনিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার কাউন্সিলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড. কাজী এম সাজাওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, উপদেষ্টা এড. আসাদুজ্জামান উজ্জল ও শান্তা ফারজানা। এসময় ভাইস চেয়ারম্যান শেখ হাবিব খোকন ও ইউসুফ আহমেদ তুহিন (ঢাকা), আজগর আলী মানিক (চট্টগ্রাম), কবি রিপন শান (বরিশাল), শফিউল বারী রাসেল (রাজশাহী), নাজমুল হাসান (খুলনা), আজমল হোসেন মামুন (চাঁপাই নবাবগঞ্জ), যুগ্ম মহাসচিব নাজরুল নাজির (সিলেট), মীর তাজুল ও কবির মামুন (ময়মনসিংহ), সাকিব হাসান (চুয়াডাঙ্গা), গোলাম ওয়াজেদ সরকার রানা (রংপুর) সহ ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করেন যুগ্ম মহাসচিব মো. শরীফ। সভা শেষে ভাইস চেয়ারম্যান চঞ্চল মেহমুদ কাশেম ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি উজ্জল ভূঁইয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া করেন নেতৃবৃন্দ। একই সাথে নগদ ২ হাজার টাকা প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর ব্যক্তিগত তহবিল থেকে প্রদানের মধ্য দিয়ে বন্যাক্রান্তদের জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here