অসামাজিক কাজের অভিযোগে যুব প্রজন্মলীগের সম্পাদক বহিষ্কার

0
388
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাল-জালিয়াতি ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ যুব প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ রিপনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের গাছায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস বি সাখাওয়াত আহমেদ লিখিত বক্তব্যে এ বহিষ্কারের ঘোষণা দেন। এসময় মো. মোয়াজ্জেম হোসেন মানিককে নতুন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটি আওয়ামীলীগের বৈধ সহযোগী সংগঠন কিনা সাংবাদিকরা জানতে চাইলে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাখাওয়াত আহমেদ জানান, আওয়ামীলীগের কয়েকজন প্রেসিডিয়াম সদস্যের মৌখিক অনুমতি নিয়ে তারা গত বছর ২৮ ফেব্রæয়ারি সংগঠনের আত্মপ্রকাশ করেন। ইতিমধ্যে তারা দেশব্যাপী বিভিন্ন জেলা ও মহানগর কমিটি ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় কমিটির সর্বসস্মত সিদ্ধান্ত ছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ রিপন সংগঠনের চেয়ারম্যানের সীল নকল করে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে কিশোরগঞ্জ জেলা, মৌলবভী বাজার জেলা ও গাজীপুর মহানগর কমিটির অনুমোদন দেয়। এছাড়া রিপন অসামাজিক কার্যকলাপে ও নীতি আদর্শ পরিপন্থী কাজে জড়িত ছিল বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের নতুন সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মানিক, সহসভাপতি মির্জা মো. কবীর, সহ-সাধারণ সম্পাদক প্রফেসর মো. মাহমুদুল হাসান মুকিত, সাংগঠনিক সম্পাদক তাহমিদুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান বাসেদ সরকার, গাছা থানা কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ মিথিল রাজ প্রমুখ।
সংবাদ সম্মেলনে মো. রায়হান সিকদারকে আহŸায়ক ও মো. আরাফাত মোল্লাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটির ঘোষণা দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here