আ.লীগ কার্যালয় এখন এনসিপির দলীয় অফিস

0
71
728×90 Banner

অনলাইন ডেস্ক: ভোলার চরফ্যাশনে উপজেলা আওয়ামী লীগের তিনতলা ভবন দখল করে তাতে নিজেদের সাইনবোর্ড টানিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১০ মে) দুপুরে চরফ্যাশন পৌর সদরের কলেজ রোডে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি দখল করে নেয় এনসিপির একদল নেতাকর্মী।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। লুটপাট করা হয় আসবাবপত্র। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের প্রায় ৯ মাস পর ‘এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি’ পরিচয় দিয়ে অহিদ ফয়সাল নামের এক ব্যক্তি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই ভবনটি দখলে নেন। এরপর সেখানে এনসিপির অফিসের সাইনবোর্ড লাগিয়ে কার্যক্রম শুরু করেন।
এনসিপির নেতা অহিদ ফয়সাল জানান, চরফ্যাশনে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনসহ আরও কয়েকজন নেতাকে নিয়ে ভবনটি দখল করে নেওয়া হয়েছে। এখান থেকেই এখন এনসিপির সকল দলীয় কর্মকাণ্ড পরিচালিত হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here