আজ কাপাসিয়ার অন্যতম সুর্যসন্তান সাদির মোক্তারের মৃত্যু বার্ষিকী

0
297
728×90 Banner

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিঃ চৌধুরী মোহাম্মদ সাদির, যিনি সাদির মোক্তার নামেই বেশি পরিচিত ছিলেন। যার জন্ম ১ অক্টোবর ১৯১৬ সালে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরুদি গ্রামে। পিতা ছিলেন মরহুম চৌধুরী মোহাম্মদ হাসান।
তিনি ঢাকা থেকে মেট্রিক পাস করেন ১৯৩৯ সালে। এরপর ব্রিটিশ ভারতের কোলকাতা ফোর্ট উইলিয়াম এ অবস্থিত হাইকোর্ট এর অধীনে মোক্তারি পাস করেন ১৯৪২ সালে। এরপর ঢাকা এসে আইন ব্যবসা শুরু করেন ব্রিটিশ শাসনের শেষ সময় ১৯৪৩ সালে। অল্প দিনেই আইন পেশায় সুনাম অর্জন করেন।
পুরনো ঢাকার বংশাল মালিটোলায় তার চেম্বার স্থাপন করেন যা প্রবীণ অনেকের স্মৃতিতে এখনো অম্লান।
সুদীর্ঘ জীবন আইন পেশায় নিয়োজিত থাকার সময়ে ৬০ এর দশকে একাধিকবার তিনি ঢাকা মোক্তার বার কাউন্সিল এর সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যার নামকরন হয় ঢাকা মেট্রোপলিটন এডভোকেটস বার এসোসিয়েশন।
বাংলাদেশ আওয়ামী লীগ এর জন্মলগ্ন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে আজীবন আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। ষাটের দশকে ঢাকা নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন এবং পরবর্তীতে ঢাকা সদর নর্থ সাব ডিভিশন (ঢাকা সদর উত্তর মহকুমা) বর্তমান গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর প্রস্তাবকারী ছিলেন চৌধুরী মোহাম্মদ সাদির মোক্তার। জানা যায় জনাব সাদির মোক্তার বিভিন্ন জনসভায় তরুণ বংগতাজকে পরিচয় করিয়ে দিতেন । তিনি সহ কাপাসিয়া কালিগঞ্জ বাসীর প্রচেষ্টায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এম এন এ নির্বাচিত হন।
সেই সময় এই সুবিশাল অঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র উপায় ছিল পায়ে হাটা! উনি মানুষের কষ্ট অনুধাবন করে এই পশ্চাৎপদ যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে ১৯৬০ সালে প্রতিষ্ঠা করেন বিখ্যাত “শীতলক্ষ্যা ন্যাভিগেশন লঞ্চ কোম্পানি”। যার বহরে ছিল পান্না, বাবলা, ফাদিয়া, সান লাইট, চৌধুরী, নাজির, জলপিপি ইত্যাদি লঞ্চ সমূহ।
সেগুলে নারায়ণগঞ্জ থেকে তারাব, রুপগঞ্জ, কালিগঞ্জ, ঘোড়াশাল, পলাশ, চরসিন্দুর ইত্যাদি এলাকা হয়ে কাপাসিয়া, টোক, বর্মী ও হাতিরদিয়া পর্যন্ত চলাচল করতো।
সে সময় রাস্তা ঘাট বিহীন এই বিশাল এলাকার জনগণের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই লঞ্চগুলো। অনুন্নত বিশাল এই এলাকার শিক্ষা বিস্তারের জন্য ছাত্র ছাত্রীদের বিনা ভাড়ায় স্কুল কলেজে যাতায়াতের সুযোগ করে দিয়েছিলেন তিনি যা এখনও মুরুব্বী বর্ষীয়ানদের মুখে শোনা যায়।
সমাজসেবক হিসাবেও যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। জনাব চৌধুরী মোঃ সাদির ১৯৬৫ সালে তৎকালীন কাপাসিয়া থানা এসোসিয়েশনের উদ্যোগে কাপাসিয়ার প্রখ্যাত বাক্তি বর্গ সর্বজনাব বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, মন্ত্রী ফকির আব্দুল মান্নান, ডাঃ সানাউল্লাহ, চেয়ারম্যান সফিউদ্দিন আহমদ, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, রশিদ মিয়া, সামাদ মিয়া, মমতাজ খান ও আরও অনেকের সাথে একান্ত ভাবে থেকে বর্তমান ‘কাপাসিয়া ডিগ্রী কলেজ’ প্রতিষ্ঠা করেন।
জানা যায় যে সকলের অনুরোধে জনাব চৌধুরী মোহাম্মদ সাদির মোক্তার সাহেব তৎকালীন পূর্ব পাকিস্তান শিক্ষা মন্ত্রণালয়ে একটা বড় অংকের টাকা ডিপোজিট রাখেন এবং ৬ মাসের সমস্ত শিক্ষক, কর্মচারীদের বেতন ও অন্যান্য খরচের টাকার কর্পোরেট গ্যারান্টি দেন তার প্রতিষ্ঠান ‘শীতলক্ষ্যা ন্যাভিগেশন’ থেকে । এর ফলেই ‘কাপাসিয়া ডিগ্রী কলেজ’ সরকারী অনুমোদন পায় ও চালু হয়। তিনি কাপাসিয়া এসোসিয়েশন এর সভাপতির দায়িত্বও পালন করেন।
পাকিস্তান এর শেষ দিকে ১৯৬৯ সালে শিক্ষা বিশেষত নারী শিক্ষা বিস্তারের জন্য সন্মানিয়া ইউনিয়নে প্রতিষ্ঠা করেন তার মায়ের নামে ‘আখতার বানু হাই স্কুল’। যা বর্তমানে কাপাসিয়ার অন্যতম শ্রেষ্ঠ হাই স্কুল হিসাবে সুপরিচিত।
জনগণের যোগাযোগ উন্নতির লক্ষে এলাকায় তার পিতার নামে ‘হাসানপুর পোষ্ট অফিস’ প্রতিষ্ঠা করেন।
এছাড়াও তিনি বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা ইত্যাদিতে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন ও জন কল্যাণ মূলক বহু কাজ করে গেছেন।
১৯৭০ সালের জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন।
মুক্তিযুদ্ধের সময়ে তাঁর বাড়ীটি ছিল মুক্তিবাহিনীর আশ্রয়স্থল। যার কারণে পাকিস্তানি মিলিটারি তার খোঁজে এসে না পেয়ে একাধিকবার বাড়িতে অগ্নিসংযোগ করে।
স্বাধীনতার পরপরই তিনি ও তার একমাত্র বড় ভাই কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল কাদির চৌধুরী অসুখে আক্রান্ত হয়ে পরেন এবং পরবর্তীতে উভয়েই কাছাকাছি সময়ে মৃত্যুবরন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here