আত্মহত্যা করেছেন অভিনেত্রী তমা

0
226
728×90 Banner

ডেইলি গাজীপুর চলচিত্র পরিচালক শামীম আহমেদ রনির সাবেক স্ত্রী ও অভিনেত্রী তমা খান আত্মহত্যা করেছেন। বুধবার রাতে রাজধানীর আদাবরে নিজের বাসায় আত্মহত্যা করেন তিনি।
আদাবর থানার ডিউটিরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আছাদুজ্জামান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদাবর ১২ নং রোডের বাসা থেকে তমার স্বজনরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে কী কারণে তমা আত্মহত্যা করেছেন তা এখনো জানতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে কথা বলতে পরিচালক শামীম আহমেদ রনির মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
থিয়েটার ও ছোট পর্দার সঙ্গে যুক্ত তমা খান ২০১১ সালের ১৬ ডিসেম্বর নির্মাতা রনীকে ভালোবেসে বিয়ে করেছিলেন। এরপর ২০১৭ সালের অক্টোবরে তাদের দাম্পত্য জীবনের ঝামেলার কথা গণমাধ্যমে প্রকাশ করেন তমা। সে সময় ডিভোর্স নিয়ে জালিয়াতির অভিযোগে নির্মাতা রনির বিরুদ্ধে মামলা করছিলেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here