আলাস্কায় তাপদাহে জনজীবন বিপর্যস্ত

0
218
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কায় তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোন কোন অঞ্চলে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে স্বাভাবিকের চেয়ে ৩০ ডিগ্রী ফারেনহাইটের বেশি পৌঁছে গেছে। স্থানীয়রা সাধারণত প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত। আবহাওয়া পরিবর্তনের কারণেই প্রচন্ড ঠান্ডার এলাকাটিতে এই অস্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আলাস্কা সেন্টার ফর ক্লাইমেট অ্যাসেসমেন্ট অ্যান্ড পলিসির আবহাওয়া বিশেষজ্ঞ রিক টোম্যান বলেন, ‘এ বছর আলাস্কায় ফেব্রæয়ারি ও মার্চ উভয় মাসেই অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করেছে।’ তিনি আরো বলেন, ‘এ বছর অনেক স্থানেই উষ্ণতম মার্চ হিসেবে স্থান পেতে যাচ্ছে।’ রিক বলেন, তাপদাহ অব্যহত থাকায় ওয়েইনরাইট, নুইকসুট, কাকটোভিক ও বারোসহ উত্তরাঞ্চলীয় অর্ধেক নগর ও শহরে এ সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি ২৫ থেকে ৪০ ডিগ্রী ফারেনহাইট (১৪ থেকে ২২ ডিগ্রী সেলসিয়াস) তাপমাত্রা দেখা যেতে পারে। রিক বলেন, ‘কোন কোন স্থানে ফেব্রæয়ারি মাসে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘আমাদের এখনো এখন মার্চ মাসেই এপ্রিল বা মে মাসের মতো গরম পড়েছে।’ ব্যারোতে স্বাভাবিক তাপমাত্রা থাকে হিমাঙ্কের ৩ ডিগ্রি ফারেনহাইট নিচে থাকে। কিন্তু বৃহস্পতিবার তাপমাত্র ছিল ৩০ ডিগ্রী ফারেনহাইট। আলাস্কার আবহওয়াবিদ ব্রিয়ান ব্রেটস্ক্যানেইডার এক টুইট বার্তায় বলেন, ‘ডেডহর্স এবং একে-তে মার্চ মাস জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৩ ডিগ্রী ফারেনহাইট (১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস) এ ওঠে। এটা মার্চ মাসের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি।’ রিক বলেন, রাজ্যের পশ্চিমাঞ্চলে এপ্রিল মাস জুড়েই তাপদাহ অব্যাহত এবং সর্বোচ্চ তাপমাত্রা দেখা দিতে পারে বলে মনে হচ্ছে। তিনি আরো বলেন, আলাস্কায় সা¤প্রতিক বছরগুলোতে নাটকীয়ভাবে উষ্ণতা দেখা দিচ্ছে। এর সঙ্গে সমুদ্রের বরফ গলে যাওয়া ও আর্কটিক মহাসাগরের উষ্ণতার আংশিক যোগ রয়েছে। উদ্ভুত পরিস্থিতি স্থানীয় মানুষ, বন্যপ্রাণী ও অর্থনীতির জন্য বিরূপ পরিস্থিতি ডেকে নিয়ে এসেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here