
ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঈদ ও রোজাকে সামনে রেখে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে যানজটমুক্ত করতে অভিযান শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে। টঙ্গী পূর্ব থানা এবং পশ্চিম থানা এলাকায় যানযট নিরাসন কল্পে টঙ্গী ব্রিজ ও রাস্তার দুই পাসে থাকা অবৈধ দোকানপাট সরিয়ে ফেলার জন্য জন প্রতিনিধিসহ হকার, দোকান মালিকদের সাথে মত বিনিময় করা হয়েছে। গাজীপুর মহানগরে ফিটনেসবিহীন ও বৈধ কাগজপত্র ছাড়া অনুমোদনহীন কোনো যাববাহন চলতে দেওয়া হবে না।” মহাসড়কের পাশে কোনো বাজার কিংবা দোকান-পাট বসতেও দেওয়া হবে না এবং ইতোমধ্যে এসব উচ্ছেদ অভিযানও শুরু হয়েছে বলে জানিয়েছেন সার্জেন্ট রাশেদুল হাসান।
গাজীপুরের মহানগর পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ ট্রাফিক) থোয়াই অং প্রæ মারমা বলেন, গাজীপুর মহানগরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসনে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে। এ সময় কাগজপত্রবিহীন একটি বাস ও একটি প্রাইভেট কারকে ড্যাম্পিং করা হয় এবং কাগজপত্র যথাযথ না থাকায় ১১২টি বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা ও প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয় বলে তিনি জানান।
