ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে……লায়ন গনি মিয়া বাবুল

0
129
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, ঈদ সমাজে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে। ভ্রাতৃত্ব, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ঈদের তাৎপর্যতা বহন করে। সমাজে মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা করতে ঈদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পবিত্র রমাযানে একমাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিবসে ঈদ উল ফিতর সকলের জন্যে রহমত ও মাহফিরাত নিয়ে আসে।
৩১ মার্চ সোমবার গাজীপুর জেলার শ্রীপুরে টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের পূর্বে সমাবেত মুসুল্লিদের উপস্থিতিতে তিনি বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সকলকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিৎ। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সুবিধা বঞ্চিতদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্যে তিনি আহবান জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এই ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here