উত্তরা-কার্জন হল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট সম্পন্ন

0
196
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: উত্তরা থেকে আগারগাঁও অংশে পরীক্ষামূলকভাবে চলাচল করছে স্বপ্নের মেট্রোরেল। এবার দেশের প্রথম উড়াল মেট্রোরেলের ভায়াডাক্ট উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে নির্মাণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এসব তথ্য জানিয়েছে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, আগামী জানুয়ারির মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দূরত্ব ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এই অংশের কাজ একেবারে শেষপর্যায়ে। এই অংশে স্টেশন মোট ৯টি।
অন্যদিকে, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দূরত্ব ৮ দশমিক ১২ কিলোমিটার, এ রুটের মধ্যে স্টেশন ৭টি। এই অংশে আগারগাঁও থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন। এখন কার্জন হল থেকে কমলাপুর পর্যন্ত ভায়াডাক্টের কাজ বাকি রয়েছে। ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২ হাজার কোটি টাকা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here