উত্তরা প্রেসক্লাবে সভাপতির দায়িত্ব নিলেন রফিকুল ইসলাম

0
129
728×90 Banner

ডেইলি গাজীপুর, সংবাদ বিজ্ঞপ্তি: রাজধানীর বৃহত্তর উত্তরা বিভাগের ৭টি থানায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত একমাএ সংগঠন উত্তরা প্রেসক্লাব’র দ্বিতীয় মেয়াদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মো. রফিকুল ইসলাম।
রোববার (১০ এপ্রিল) উত্তরা ৭ নম্বর সেক্টরস্হ চাইনিজ “রেড চিকেন “রেষ্টুরেন্ট’এ এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের মাধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদের জন্য আগামি ৬ মাসের দায়িত্ব নিয়েছেন তিনি।
আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট সমাজ সেবক এবং উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আলহাজ আলাউদ্দিন আল সোহেল এবং বিশেষ অতিথি ছিলেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস।
অনুষ্টানে প্রধান অতিথি উপস্থিত থেকে উত্তরা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্য আলহাজ আলাউদ্দিন আল সোহেল বলেন, সাংবাদিকরা হল জাতির বিবেক ও সত্যের পূজারী। এটি একটি মহান পেশা। সাংবাদিকরা হলো সমাজের আয়না ও দর্পণ। সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে দেশ ও সমাজের জন্য কাজ করেন।
তিনি বলেন, আমি আপনাদের পাশে আছি। অতীতে ছিলাম এবং ভবিষ্যৎয়ে ও পাশে থাকবো। এসময় তিনি সাংবাদিকদের উন্নয়নের জন্য যা যা দরকার সে গুলো প্রদানের ও আশ্বাস দেন।
এ সময় উত্তরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য এস, এম, মনির হোসেন জীবন, আহবায়ক সদস্য মো, সেলিম কবির, মো, আরিফ হোসেন, এস,এম জামান, বদরুল আলম মজুমদার, বীরমুক্তিযোদ্বা আলতাবুর রহমান চৌধুরী, মো, হুমায়ন কবির, মো, গোলাম মোস্তফা, মমতাজ উদ্দিন খোকন, আবুল হোসেন, মো, মাসুদ পারভেজ, জাবেদ আল মামুন, দৈনিক উত্তরা নিউজ এর সম্পাদক মো, তারেকুজ্জানান, দৈনিক আজকের আলোকিত সকালের সম্পাদক মোখলেছুর রহমান মাসুম, মাসিক ভিন্নমাএার সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ, রাহুল রাজ,মো,ইয়াসিন সহ উত্তরা ও জাতীয় পর্যায়ে কর্মরত শতাধিক সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।
উত্তরা প্রেসক্লাব’র প্রথম বারের নির্বাচনে সভাপতি পদে দু’ জন সমান ভোট পাওয়ায় তাদের কার্যকাল ১ বছরকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রথম মেয়াদের সভাপতির দায়িত্ব পালন করেন মো,রাসেল খান (দৈনিক মানবকনঠ) এরই মধ্যে ৬ মাস দায়িত্ব শেষ করেছেন।
তারই ধারাবাহিকতায় রোববার সন্ধায় দ্বিতীয় মেয়াদের সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মো, রফিকুল ইসলাম দায়িত্ব নিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here