উত্তরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসের কন্টাক্টর নিহত

0
142
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গাজীপুর পরিবহন বাসের এক কন্টাক্টর নিহত হয়েছেন। নিহতের নাম জাহাঙ্গীর হোসেন (৪০)।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি দেখা দিলে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীরের সহকর্মী ইমরান হোসেনের উদ্ধতি দিয়ে তিনি বলেন, উত্তরার হাউস বিল্ডিং বাসস্ট্যান্ডে গাজীপুর পরিবহনের একটি বাস যাত্রীর জন্য অপেক্ষা করছিল। তখন পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান বাসটিকে এসে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের গেটে দাঁড়িয়ে থাকা জাহাঙ্গীর ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নিলুফা আক্তার জানান, নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সরকার পাড়া গ্রামে। তার বাবার নাম জাফর আলী চৌধুরী। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে তিনি গাজীপুরের জয়দেবপুর এলাকায় ভাড়া থাকতেন। তার স্বামী গাজীপুর পরিবহনে কাজ করতো।
মো. আব্দুল্লাহ খান জানান, নিহত জাহাঙ্গীর হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here