উত্তরায় বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির প্যানেল কমিটি ঘোষনা

0
329
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর উত্তরার ৯ সেক্টর কল্যান সমিতির হল রুমে আজ বার্ষিক আলোচনা সভায় বৃহত্তর উত্তরার সকল ঔষধ ব্যবসায়ীদের সংগঠন(বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (উপ শাখা) ) গণতান্ত্রিক পদ্বতিতে ২০১৯-২০২১ সালের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্যানেল কমিটি ঘোষনা করা হয় । বৃহত্তর উত্তরার সকল জন ঔষধ ব্যবসায়ীদের উপস্থিথিতে আলোচনা সভা নতুন প্যানেল কমিটি করা হয়েছে। রাসেদুল ইসলাম মাসুদকে সভাপতি, সাইদুর রহমান ভুইয়া স¦পনকে সিনিয়র সভাপতি করে উক্ত কমিটিতে ১৭ সদস্য কমিটি ঘোষনা করা হয় । আরও যারা আছেন তারা হলেন মোঃ আবুল কালাম আজাদ সহ- সভাপতি ,জহিরুল ইসলাম (নাদিম) সহ- সভাপতি , কার্যকরী সদস্য ১। মোঃ ফারুক হোসেন, এস এম ড্রাগ ২। সহেল মিয়া . ধানমন্ডি ফার্মা ,৩। ময়নাল হক- ঢাকা মেডিসিন কর্নার ৪। ডা: তাজুল ইসলাম মিঠ ু, মেীমিতা র্ফামেসী, ৫। আব্দুল মতিন, মা র্ফামেসী ৬। আব্দুল হান্নান ( এস এম ফার্মা),৭ কামাল হোসেন- নরসিংদী মেডিসিন কর্নার,৮। গোলাম আজম- আব্দুল্লাহ র্ফামেসী,৯। রাজিব মন্ডল রাজু -বিক্রম পুর ফার্মেসী ১০। শাহিন চৌধুরী- তাহসিন মেডিকেল হল ১১। নির্মল কুমার পাল ,আরএমসি , ১২। ডা: মোশারফ হোসেন- ডি এইচ এস ফার্মা, ১৩। জাহিদুল ইসলাম , এছাড়াও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here