উত্তরায় ৪৩৫৭ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
140
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরায় ১২ নম্বর সেক্টর একটি বাসার সামনে অভিযান চালিয়ে চার হাজার ৩৫৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) কাজী আবুল কালাম আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গ্রেফতারকৃতরা হলেন- এবি সিদ্দিক (৫৩), মো. আলমগীর হোসেন (৩২) ও লিটন বিশ্বাস (৪০)।
এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৩৫৭ পিস ইয়াবা ও মাদকের কাজে ব্যবহৃত একটি হিরো হ্যাংক মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
কাজী আবুল কালাম আরও জানান, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ৫৭ নং বাসার মেইন গেইটের সামনে তিনজনকে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদসহ তল্লাশি করে পুলিশ। তল্লাশিকালে তাদের কাছ থেকে চার হাজার ৩৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, রাজধানী ও দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহর ও উত্তরার বিভিন্ন এলাকায় তারা বিক্রয় করে আসছিল।
আজ জিঞ্জাসাবাদ শেষে তিন আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here