
ইসমাইল সরদারঃ এবছরের এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল।কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের তীব্র গতিতে পরীক্ষা এখনো হচ্ছে না। এমন অবস্থাতে শিক্ষার্থীদের মনোবল নষ্ট হয়ে গেছে। কেউ কেউ দারিদ্রতার কারণে এখনই কর্মস্থলে নেমেছে।
কারোর হয়তো পূর্বে অনেক ভালো প্রস্তুতি ছিল। বর্তমানে তা একদম নষ্ট হয়ে গেছে। এমন অবস্থায় অধিকাংশ শিক্ষার্থীর মানসিক চাপের ভিতর থাকতে হচ্ছে। শিক্ষামন্ত্রী একের পর এক বার্তা দিয়ে যাচ্ছে। তবুও শিক্ষার্থীদের বিভ্রান্ত দূর হচ্ছে না। তাদের জানার বিষয় হচ্ছে কবে হবে এইচএসসি পরীক্ষা! অধিকাংশ শিক্ষার্থী অটো পাসের দাবি করছে।
কেননা তাদের দাবি হচ্ছে, টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফর্ম পূরণ করতে পেরেছে। ওই পেক্ষাপটে এখন তারা অটো পাসের দাবি জানাচ্ছে। কারণ তাদের আশঙ্কা কবে হবে পরীক্ষা, আর কবেই বা হবে’ পরিস্থিতি ভাল! শিক্ষার্থীর সাথে তালে তাল মিলিয়ে অভিভাবকরাও অটো পাশের দাবি জানাচ্ছে।
কারণ তাদের সন্তানদের দুঃসময়ে প্রাণঘাতী ভাইরাসের কোলে দিতে চান না।তাছাড়া শিক্ষার্থীদের মনোবল সেই আগের মত নেই। কেউ কেউ পরিবারের ভরণপোষণ চালানোর জন্য এখনই কর্মস্থলে নেমেছে।তাদের এমন প্রশ্ন! কবেই হবে পরিস্থিতি ভালো? আর কবেই হবে পরীক্ষা? এমন অবস্থায় তারা অটো পাসের দাবি জানাচ্ছে শিক্ষামন্ত্রীর কাছে। সবাইকে সন্তোষজনক পাশ দিয়ে, বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তিতে মনোযোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার আবেদন শিক্ষার্থীদের।
