এসএসসিতে ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল

0
60
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শিক্ষা বোর্ডে (ভোকেশনাল) ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল করেছে পরীক্ষার্থী শিশির চন্দ্র মনিদাস।
১০ জুলাই ফলাফল প্রকাশের পর দেখা গেছে শিক্ষার্থী শিশির মনিদাস কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ সে কৃষি বিজ্ঞানে এবার পরীক্ষাই দেয়নি।
জানা যায়, কালিয়াকৈর গোলাম নবী মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগ থেকে ছাত্র শিশির চন্দ্র মনিদাস গত ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ওই শিক্ষার্থী সকল বিষয়ে পাশ করলেও ধর্ম বিষয়ে ফেল করে। পরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ওই শিক্ষার্থী ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১০ জুলাই ফলাফল প্রকাশের পর দেখা গেছে ওই শিক্ষার্থী কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ এবার পরীক্ষায় সে কৃষি বিষয়ে অংশগ্রহণ করেনি।
শিক্ষার্থী শিশির চন্দ্র মনিদাস জানায়, আমি গত বছর ধর্মে একটি সমস্যার কারণে ফেল করেছি। এ বছর আবার পরীক্ষা দেই। ফলাফলে দেখতে পাই আমি ধর্মে ঠিকই পাশ করেছি কিন্তু কৃষিতে ফেল আসছে। আমি এখন কিভাবে কী করব বুঝতে পারছি না।
গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, গত বছর যেহেতু ওই শিক্ষার্থী কৃষি বিষয়ে পাশ করেছে, তাই এ বছর কৃষিতে সে অংশগ্রহণ করেনি- শুধু ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়েছে। ধর্ম বিষয়ে পাশ এলেও কৃষিতে ফেল এসেছে। এটি আমাদের কোনো ভুল নয়, এটি শিক্ষা বোর্ডের ভুল হয়েছে।
তিনি আরও বলেন, আমরা শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। এই ভুলটি সংশোধন করা হবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, এ বিষয়টি আমার জানা নেই। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে যোগাযোগ করে দেখেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here