ওসাকা ট্যুরিজম এক্সপো ২০১৯ এ অংশ নিয়েছে বাংলাদেশ

0
327
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক : জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ওসাকায় গত ২৪ থেকে ২৭ অক্টোবর ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত ট্যুরিজম এক্সপো ২০১৯ এ অংশ নিয়েছে বাংলাদেশ। জাপান ট্র্যাভেল এন্ড ট্যুরিজম এসোসিয়েশন, জাপান এ্যাসোসিয়েশন অফ ট্র্যাভেল এজেন্টস এবং জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন আয়োজিত এই মেলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও পর্যটন কর্পোরেশনসহ মোট সাতটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় অংশ নেয়া বাংলাদেশি প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা প্রদান করে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এবং সার্বক্ষণিক তদারকি করেন ও খোঁজখবর নেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
মেলায় বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি ও বিভিন্ন পর্যটন আকর্ষণ তুলে ধরা হয়। বাংলাদেশের রিকশা ও শাড়ি প্রদর্শনী মেলায় আগত জাপানী দর্শকদের মুগ্ধ করেছে। অনেক দর্শক বাংলাদেশের শাড়ি ও পাঞ্জাবি পরিধান করে এবং রিকশায় চড়ে ছবি তুলেন। বাংলাদেশি প্যাভিলিয়ন আকর্ষণীয় রূপে সাজানো হয় এছাড়া এবারের মেলায় দর্শকদের জন্য বাংলাদেশের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। জাপানী পর্যটকদের মধ্যে বাংলাদেশের বিভিন্ন তথ্য সম্বলিত পুস্তিকা ও প্রচার সামগ্রী বিতরণ করা হয়।
মেলাটি জাপানি নাগরিক ও পর্যটকদের কাছে বাংলাদেশ ও বাংলাদেশের পর্যটনকে তুলে ধরতে সহায়তা করবে বলে সবাই আশা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here