কওমি শিক্ষার্থীদের সরকারি চাকরির সুযোগ দিতে প্রধার উপদেষ্টাকে চিঠি

0
74
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সরকারি বিভিন্ন সেক্টরে শিক্ষার্থীদের চাকরির সুযোগ দিতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছেন কওমি মাদ্রাসার আলেমরা।
রোববার এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন কওমি মাদরাসাগুলোর সম্মিলিত সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।
তার পক্ষে এ বিষয়ে সংস্থাটির একটি প্রতিনিধিদল ধর্ম উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার বিকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ভেরিফায়েড পেজে জানানো হয়েছে।
বিবৃতিমূলক ওই পোস্টে জানানো হয়, আল্লামা মাহমুদুল হাসান তার পত্রে বিশেষ কয়েকটি ক্ষেত্রে দাওরায়ে হাদিস সনদধারীদেরকে দেশসেবায় চাকরির সুযোগ দিতে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানান। ক্ষেত্রগুলো হলো-
ক) শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষক পদে নিয়োগদান।
খ) ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন ইসলামী গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগদান।
গ) মডেল মসজিদসহ সরকারি মসজিদ এবং সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগদান।
ঘ) সামরিক, আধাসামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগদান।
ঙ) জেলখানার ধর্মীয় শিক্ষক পদে নিয়োগদান।
চ) মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে নিয়োগদান।
পত্রে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের জন্য আল্লামা মাহমুদুল হাসান দাওরায়ে হাদিস সনদধারীদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ বিষয়ে এমফিল ও পিএইচডি করার এবং ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ ব্যতীত অন্য যে কোনো বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ দানের জোর আবেদন জানান।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আল-হাইআতুল উলয়ার দাবিসমূহ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার সঙ্গে আল-হাইআতুল উলয়ার প্রতিনিধিদলের বৈঠকেও তিনি উপস্থিত থাকার কথা জানান।
আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল ধর্ম উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলে ছিলেন- মাওলানা মাহফুজুল হক, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা নেয়ামতুল্লাহ ফরীদী, মাওলানা আব্দুল বছীর, মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা মু: অছিউর রহমান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here